ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য চমেকে ভর্তি

প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য চমেকে ভর্তি

নিউজ ডেস্ক: রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। আহতদের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাঙামাটির বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তাঁরা তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে যথাক্রমে আকবর শাহ ও বাকলিয়া থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

গুলিবিদ্ধ পুলিশের তিন সদস্য চমেক হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারের এএসপি রাজু নাহা বলেন,  প্রশিক্ষণ চলাকালীন নার্গিস নামের একজন নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  এসময় অসাবধানবশত তাঁর গুলিতে অন্য তিন পুলিশ সদস্য আহত হয়। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!