Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

83

অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ঢাকা টাইমস সূত্রে লোহাগাড়ানিউজ২৪ডটকম- এ গত ৯ জুলাই ২০১৮ ইং কর্ণফুলীতে “তেল চুরির অবাধ রাজত্ব যার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার মক্কেলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদের আমার মক্কেল আব্দুল শুক্কুরকে জলদস্যু, চোরাকারবারী প্রভৃতি অভিধায় উল্লেখকরণ চরম অসত্য, মানহানিকর ও উদ্দেশ্যে প্রণোদিত হয় বটে। উক্ত সংবাদে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সরকারী তেল লোটপাট করণ এর মাধ্যমে এক সময়ের কপর্দকশূণ্য শুক্কুর কর্তৃক বিপুলবিত্ত গড়ে তোলা, যুবক বয়সে মেষ চড়ানো, জলদস্যু আবুল কালামের সাথে পরিচয় হওয়া, জাহাজের রশিকাটা দিয়ে ডাকাতিতে হাতেকড়ি হওয়া, ২০০৫ সালের আগে সন্দ্বিপ চ্যানেলে ডাকাতি করা, কর্ণফুলী নদীতে জলদস্যুতা করা, তার বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ থাকা, ডিজেল বা কেরোসিন ব্যবসার লাইসেন্স নিয়ে জাহাজ বা ডিপো থেকে তেল চুরি করা, মাটির নিচে চোরায় তেলের ডিপো থাকা, তার স্পিড বোড তেল ও মাদক পাচারের কাজে ব্যবহার করা, তার ছেলে মনির আহম্মেদকে এসব অবৈধ কারবারের রাজ স্বাক্ষী হিসেবে উল্লেখ করা, ২০১৪ সালে কর্ণফুলী ১৪নং ঘাট দিয়ে ইয়াবা ব্যবসা করা, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু মামলা থাকা, অস্ত্র ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজা হওয়াসহ তার বিরুদ্ধে বর্ণিত যাবতীয় সংবাদ নিছক মুখরোচক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত হয় বটে। প্রকৃতপক্ষে আব্দুল শুক্কুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যথাযথভাবে অনুমোদনপ্রাপ্ত একজন স্বনামধন্য তৈল ব্যবসায়ী হন। তিনি নিয়মিতভাবে সরকারকে একজন করপ্রদানকারী, তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষের সাথে যোগসাজস করে তার সার্বিক ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে উপরোক্ত মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদটি প্রচার করা হয়েছে।

নিবেদক
আব্দুল শুক্কুর
পিতা- মরহুম ওবায়দুল হাকিম
সাকিন- জুলধা, ৭নং ওয়ার্ড, থানা/উপজেলা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম এর
পক্ষে- এডভোকেট চৌধুরী আহমেদ মহসিন
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
রুম নং- ২২ (নীচ তলা)
আইনজীবী এনেক্স ভবন- ১, কোর্টহিল, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!