ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল

নিরঙ্কুশ জয়ের পথে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেক্স : বুথফেরত জরিপ বা জনমত জরিপ সবক্ষেত্রেই আভাস মিলছিল পশ্চিমবঙ্গে ফের সরকার গড়তে যাচ্ছে মমতার তৃণমূল। অপেক্ষা ছিল রোববার (০২ মে) ভোট গণনার দিনের।

যদিও বিজেপি বারবার বলে যাচ্ছিল, দিদিকে তারা হারিয়ে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা উড়াবে তারা। কিন্তু দলটির সে স্বপ্ন বাস্তবে ধরা দিল না।  

রোববার (০২ মে) সকাল থেকে ভোট গণনার ফল আসতে শুরু করে। এতে দেখা যায়, পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যদিও তিনি নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গেছেন।

রোববার (০২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মমতার তৃণমূল ২১৫ আসনে এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে ৭৬ আসনে। রাজ্যে বামেরা কোনো আসন পাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বে অনুষ্ঠিত হয় বিধানসভার ভোট। ভোটের সময় নির্বাচনী সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!