ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জাতীয় পরিচয়পত্র বিষয়ে ৬ সেবা অনলাইনেই মিলবে

জাতীয় পরিচয়পত্র বিষয়ে ৬ সেবা অনলাইনেই মিলবে

নিউজ ডেক্স : করোনা মহামারির কারণে এই সংকটময় পরিস্থিতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবাগুলো পাওয়া যাবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অনলাইনে বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ৬টি সেবা পাওয়া যাবে। এগুলো হলো :

ক) জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি),
খ) জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ,
গ) জাতীয় পরিচয়পত্র সংশোধন,
ঘ) হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন,
ঙ) নতুন ভোটার নিবন্ধন ও
চ) এসএমএস সেবা।

মোবাইলের এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি :
nid<formNo><dd-mm-yyyy> লিখে 105 পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ : 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!