Home | ব্রেকিং নিউজ | চট্টগ্রাম শিক্ষাবোর্ড : এসএসসির প্রথম দিন অনুপস্থিত ৪০০, বহিষ্কার ২

চট্টগ্রাম শিক্ষাবোর্ড : এসএসসির প্রথম দিন অনুপস্থিত ৪০০, বহিষ্কার ২

ssc-bg220200203192852

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪০০ পরীক্ষার্থী। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২ পরীক্ষার্থীকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টায় অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ এসব তথ্য জানিয়েছেন। -বাংলানিউজ

তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ১৯৬টি কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন।

অনুপস্থিত ৪০০ পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে ২৮৮, কক্সবাজারে ৬৩, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ২৬ এবং বান্দরবানের ১১ জন পরীক্ষার্থী ছিলো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন জানান, এবার কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামের ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ভোকেশনালে ২০টি কেন্দ্রে ২ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!