Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় যাত্রীবাহী দু’বাসের মুখোমুখি সংঘর্ষ

চকরিয়ায় যাত্রীবাহী দু’বাসের মুখোমুখি সংঘর্ষ

chakaria-pic-26-7-19

নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুই সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হয়েছে।

আহতদের মধ্যে প্রভাষক মৌলানা কফিল উদ্দিন এমএ’কে স্থানীয় ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের খতিব ও আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক।

অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জমজম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশন ও চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির উত্তর পার্শ্বে মহাসড়কের আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার আহামেদ জানান, শুক্রবার বিকেলে বানিয়াছড়া এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখী দুটি যাত্রীবাহী সৌদিয়া বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ বেশ কিছু যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!