ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | খুঁজবো মঙ্গলগ্রহে

খুঁজবো মঙ্গলগ্রহে

578

 _____ফিরোজা সামাদ _____

সেই যে হারিয়ে গেলে
গাঢ়ো অন্ধকারে প্রগাঢ় শ্যামলিমায় ;
হারিয়ে গেলে লোকারণ্যের ভীরে,
দলিত মথিত পদপিষ্ট পঙ্কিলতায়
ঘনো অমানিশায় ;
সেদিন ছিলো শ্রাবণ কাজল সন্ধ্যা !!

তোমায় খুঁজে ফিরি অহর্নিশ
প্রাণের গহীণে কোমলতায়  ;
তব স্মৃতি মম অন্তরে রক্ত ঝরে
অাঁখিতে বারি উছলায় ,
হারানো বিজ্ঞাপন দিয়েছি
হংস বলাকার ডানায়,
দিয়েছি গাঙচিলের পায়ে বেঁধে ;
বাদ দেইনি তোমার চিরচেনা সেই
কবুতরের টুকটুকে রাঙা পা !!

খুঁজে খুঁজে চলে এসেছি
পাহাড়ের পাদদেশ ;
হরিণের দেশে সবুজ অরণ্যে,
পাহাড়ের কান্নায় বয়ে যাওয়া
ঝর্ণাকে শুধিয়েছি তোমায়
দেখেছে কি না ?
অতঃপর দারুচিনি দ্বীপে !!

খুঁজবো তোমায় অনাদিকাল ;
মেঘের দেশে তারাদের মাঝে,
মঙ্গলগ্রহে গ্রহ থেকে গ্রহন্তরে ;
মন পবনের নায়ে ভেসে ভেসে,
চৈতালি দিনের পূবালী হাওয়ায় !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!