ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কুমিল্লা সিটি মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুমিল্লা সিটি মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

sakku-LS20170418120807

নিউজ ডেক্স : রাজধানীর রমনা থানায় দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই গ্রেফতারি পরোয়ানা জারি করে তার মালামাল জব্দ করার নির্দেশ দেন।

আদালত এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৯ মে দিন ধার্য করেন। এদিকে এ মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি দায়ের করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!