Home | দেশ-বিদেশের সংবাদ | ইন্টারনেটের গতিতে উগান্ডারও পেছনে বাংলাদেশ

ইন্টারনেটের গতিতে উগান্ডারও পেছনে বাংলাদেশ

নিউজ ডেক্স : মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে দুই ধাপ পিছিয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। মোবাইলের চেয়ে দেশের ব্রডব্যান্ডের গতি কিছুটা ভালো।

ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। জাগো নিউজ

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া এমনকি উগান্ডাও এগিয়ে। স্পিডটেস্ট ডটনেটে ১৩৭টি দেশের মোবাইল ইন্টারনেট গতির হিসাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১২ দশমিক ৪৮ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৭ দশমিক ৯৮ এমবিপিএস।

বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভেনিজুয়েলা ও আফগানিস্তান। সর্বশেষ অবস্থানে থাকা আফগানিস্তানের ডাউনলোড স্পিড ৭ দশমিক ৩৭ এমবিপিএস। জুন মাসে বৈশ্বিক গড় ডাউনলোড গতি হচ্ছে ৫৫ দশমিক ৩৪ এমবিপিএস। আপলোড স্পিড হচ্ছে ১২ দশমিক ৬৯ এমবিপিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!