Home | দেশ-বিদেশের সংবাদ | আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ২৫৭ জনের প্রাণহানি

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ২৫৭ জনের প্রাণহানি

174836plane

নিউজ ডেক্স : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পার্শ্ববর্তী বোফারিক বিমান ঘাঁটির বাইরে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত দুইশ ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড্ডয়নের পরপরই বিমানবন্দরের পাশের কৃষি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার তৈরি বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিল।

আলজেরিয়ার ক্ষমতাসীন দলের একজনের বরাত দিয়ে ইন্নার টিভি বলছে, বিমান বিধ্বস্তের স্থানে শতাধিক অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের উদ্ধারের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বিমান ইলিশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির আরোহীরা সবাই সামরিক বাহিনীর সদস্য। জানা গেছে, বিমানটি পশ্চিমাঞ্চলের বেচার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

ঘটনাস্থলে পৌঁছে দেশটির সেনাবাহিনীর প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২০০৩ সালের পর দেশটিতে বিমান বিধ্বস্তে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা। ওই বছর দেশটির বিমান সংস্থা এয়ার আলজেরিয়ার একটি বিমান তামানরাসেট থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। এতে একশ দুইজন আরোহী নিহত হয়।

দেশটির সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার বহনকারী একটি বিমান বিধ্বস্তে ২০১৪ সালে ৭৭ জনের প্রাণহানি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!