Home | শীর্ষ সংবাদ | আমার স্বদেশ

আমার স্বদেশ

126

___জেসমিন সুলতানা চৌধুরী___

স্বপ্নের সোনার বাংলায় মূল‍্যহীন এক নাম ‘জীবন’।
যেন-তেন কারনে,
যেখানে-সেখানে নামে মরণ।
হাটে-মাঠে-ঘাটে, ডোবায়- নর্দমায়,
বিলে-ঝিলে সর্বত্র জীবনের অপমৃত্যু।
এক একটা মৃত্যু, শুধু নয় মৃত্যু,
সাথে হাজারো স্বপ্নের অপমৃত্যু।
লাশ আর লাশ, কোন জবাবদীহি নেই ,
কোন শাস্তি নেই।
কথায় কথায় হুমকি লাশ ফেলার,
সর্বত্র প্রভাব ক্ষমতা দেখানোর,
জনমনে নেই শান্তি,নেই সস্তি।
ভুলুণ্ঠিত আজ নারীর সতীত্ব ,
ধর্ষিতা পড়ে আছে লোকালয়ে রক্তাক্ত,
মুখোশধারী পশুরা লড়াই চালিয়ে যাচ্ছে টিকিয়ে রাখতে অস্তিত্ব,
সারা বাংলায় মহা উল্লাসে চলছে মাদকের রাজত্ব।
ধর্ষিতার গগনবিদারী আর্তচিৎকারে কাঁপে ধরিত্রী,
শুধু কাঁপে না বুক কাঁচের দেয়ালে আবৃত পরাক্রমশালী নির্দয় কর্তা-কর্ত্রী ।
শিশু থেকে বৃদ্ধা কেউ নয় আজ নিরাপদ,
ধর্ষণ এক দুরারোগ্য ব্যাধি,
সারাক্ষণ ভীত সন্ত্রস্ত এক
অজানা বিপদ।
তরুণ প্রজন্ম বিপথগামী ক্ষমতার অপব্যবহারে,
দুর্বিত্তায়িত রাজনীতির লাঠিয়াল বাহিনী হয় গণহারে।
নেশায় বুঁদ হয়ে থাকে সারাক্ষণ,
নারী আর টাকা , হয় জীবনের পণ।

সোনার বাংলায় ‘টাকা’
আরেকটি নাম সস্তা বিষয়ের ,
দুর্নীতি ছেয়েছে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের ।
রাষ্ট্রীয় যন্ত্রমানব চলে ঘুষের টাকায়,
যেখানে মূলমন্ত্র টাকা আনে টাকায়।
রাষ্ট্রীয় কেরানী কোটি কোটি টাকার পাহাড় গড়ে,
মানুষ গড়ার কারিগর,
দিন গুনে গুনে মাস পার করে।
শ্রমিক পায় না শ্রমের মূল্য,
কৃষক পায় না উৎপাদিত কৃষিপন‍্যের ন‍্যায‍্য মূল্য।
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার,
ভবন নির্মাণে লোহার বদলে বাঁশের ব‍্যবহার।
মিলিয়ন মিলিয়ন টাকা গায়েব ব‍্যাংকের,
এক কলংঙ্ক চাপা দিতে সৃষ্টি
আরো জঘন্য কলংঙ্কের।
হাতকড়া পরানো হয় দু’পয়সা ঋণী কৃষকের,
ক্ষমা পায় স্বতঃস্ফূর্তভাবে লক্ষ কোটি টাকা ঋণখেলাপির।
ভেজালের সমারোহে সারাদেশ,
নামীদামী কোম্পানি ক্ষমা পায় বিশেষ,
মাথায় হাত বুলিয়ে আশির্বাদ ও দেয়া হয় অশেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!