Home | লোহাগাড়ার সংবাদ | ২৯ মার্চ দরবেশহাট ডিসি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন ড. নদভী এমপি

২৯ মার্চ দরবেশহাট ডিসি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন ড. নদভী এমপি

107

এলনিউজ২৪ডটকম : ২৯ মার্চ বুধবার বিকেলে দরবেশহাট এলাকায় লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে লোহাগাড়া বটতলী হতে পুটিবিলা হাসিনা ভিটা পর্যন্ত দরবেশহাট ডিসি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠিতব্য জনসভায় চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের আহবায়ক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন।

লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী প্রধান বক্তা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব ওমর ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল বিশেষ অতিথি, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এস এম আবদুল জব্বার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও জেলা, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠিতব্য জনসভায় সকলকে দলে দলে যোগদান করে অনুষ্ঠান সফল করার আহবান জানিয়েছেন লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের সদস্য সচিব রশিদ আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!