নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ায় ১৭ লাখ ৯০ হাজার টাকার জাল নোটসহ এনাম উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটক এনাম উল্লাহ উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা নুরুল বশর জানান, রোহিঙ্গা এনামকে জাল নোটসহ উখিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের বেশ কয়েকটি চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নজর দিলে তাদের খুঁজে বের করা সম্ভব।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনছুর বলেন, জাল নোটসহ আটক রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এর সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।