Home | অন্যান্য সংবাদ | ১৬ জুন সন্ধ্যায় ই’তিকাফকারীরা মসজিদে অবস্থান নেবে

১৬ জুন সন্ধ্যায় ই’তিকাফকারীরা মসজিদে অবস্থান নেবে

Etikaf-Top20170613154808

নিউজ ডেক্স : আজ পবিত্র রমজান মাসের ১৭ রোজা পালন করছি আমরা। আগামী ২০ রমজান (১৬ জুন, শুক্রবার) সন্ধ্যায় ই’তিকাফকারীরা মসজিদে অবস্থান নেবে।

রমজানে আল্লাহর রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভ তথা চূড়ান্ত নৈকট্য অর্জনের মাধ্যম হলো ই’তিকাফ। রমজান ছাড়াও বছরের অন্যান্য দিনগুলোতে ই’তিকাফ করা সুন্নাত।

আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে নিরবচ্ছিন্ন ইবাদাত বন্দেগিতে সময় কাটানো ও লাইলাতুল ক্বদর প্রাপ্তিতে একমাত্র সুবর্ণ সুযোগও আসে ই’তিকাফ পানের মাধ্যমে।

ই’তিকাফ হচ্ছে নিজের নফসকে আল্লাহ তাআলার ইবাদতে আবদ্ধ করা ও তাঁর সঙ্গে বন্ধুত্ব করা। আর দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর জিকির-আজকারের মাধ্যমে নিজের অন্তরকে দুনিয়াবী কাজ-কর্ম থেকে বিরত রাখা জরুরি।

ই’তিকাফ যেহেতু রমজানের শেষ দশদিনে আদায় করতে হয়। তাই ই’তিকাফে অংশগ্রহণকারীগণকে এখন থেকেই প্রস্তুতি নেয়া আবশ্যক। কেননা ই’তিকাফে বসার পর দুনিয়াবি কোনো প্রকার কথা-বার্তা, লেন-দেন, ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি কোনো কিছুতেই অংশগ্রহণ সম্ভব নয়।

ই’তিকাফে বসার আগে যা করা আবশ্যক
>> পরিবারের ঈদের প্রস্তুতি সম্পন্ন করা।
>> ফিতরা আদায়ের ব্যবস্থা করা।
>> পরিবারের ব্যয়ভার বহনের ব্যবস্থা করা।
>> মসজিদে ইফতার ও সাহরি পৌছানোর ব্যবস্থা করা।
>> দুনিয়াবি জরুরি সম্ভাব্য কাজের সমাধানের ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!