Home | দেশ-বিদেশের সংবাদ | হেফাজত আমীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

201438Allama

নিউজ ডেক্স : বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শফির সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী।

এ বৈঠকে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। বিশেষভাবে দোয়া করেছেন তিনি। ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে পরিচালনের অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠকে হেফাজতে ইসলামে যুগ্ম-মহাসচিব মাঈনুদ্দীন রুহী সাংবাদিকদের বলেন, হেফাজতে ইসলামের আমিরের সাথে বৈঠককালে মন্ত্রী বিশ্ব ইজতেমা, কওমী সনদ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!