Home | দেশ-বিদেশের সংবাদ | হালদা দূষণ : হাটহাজারী বিদ্যুৎকেন্দ্র বন্ধের নির্দেশ

হালদা দূষণ : হাটহাজারী বিদ্যুৎকেন্দ্র বন্ধের নির্দেশ

halda-02-20190717172210

নিউজ ডেক্স : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননের ক্ষেত্র হালদা নদীতে বর্জ ফেলার দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি ইটিপি নির্মাণ এবং অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১৭ জুলাই) শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ আদেশ দেন।

প্রসঙ্গত, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন গত ৮ জুলাই সকালে হাটহাজারীর এগার মাইল এলাকায় গিয়ে দেখতে পান, টানা বৃষ্টির সুযোগে ছেড়ে দেয়া হয়েছে হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের তরল বর্জ্য। যা সরাসরি গিয়ে মিশছে দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদায়।

ওই ঘটনার পরপরই ছবি-প্রমাণসহ একটি প্রতিবেদন পরিবেশ অধিদফতরে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ওই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে আজ (১৭ জুলাই) পরিবেশ অধিদফতরে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেয়া হয়।

শুনানিতে উপস্থিত ছিলেন হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শফিউদ্দিন আহমদ ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো. এরফানুল কিবরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!