নিউজ ডেক্স : চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে আজ । বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাপোস্টবিডিডটকম কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি এম. আলী হোসেন।
সভায় বক্তরা বলেন, এটা সভ্য সমাজে কখনো কল্পনা করা যা না। দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। প্রেসক্লাব অনিরাপদ হলে গোটা দেশ অরক্ষিত মনে হয়। বিষয়টি গভীরভাবে সরকারকে আমলে নিতে হবে।দেশের ইতিহাসে এমন নজির আছে বলে হয় না। এটা এসিট টেষ্ট বটে।

মোঃ পারভেজের পরিচালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, আর ইসলাম রবি,মাহমুদুল হক আনচারী,মফিজ শিকদার, আকরাম উদ্দিন নওশাদ,ওমর ফারুক মোঃ মাসুম ,এফ এম আনোয়ার ও শাহ আলম রুবেল।