____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি ____
হাজার আয়নার ঘর
নিদ্রাহীন রাত
গোলাপি পাগলামিতে
বুনে চলা তাঁত!
হাজার আয়নার ঘর
অন্ধকারে ছাওয়া
কাছে আসতে চেয়ে
দূরে সরে যাওয়া।
হাজার আয়নার ঘর
হলো না কো নাওয়া
জেগে থাকা রাত্রিতে
বাকি থাকে পাওয়া।
হাজার আয়নার ঘর
ঘুমে ভরা দিন
ধোঁয়ার কুন্ডলিতে
পড়ে থাকে ঋণ!
হাজার আয়নার ঘর
আধ-পড়া বইখানি
যেটুকু হলো পড়া
বাকিটা হবে না জানি।
