
নিউজ ডেক্স : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মো. ওয়াহিদুর রহমান মারা গেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ১৯ আগস্ট চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ডা. ওয়াহিদুর রহমান। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাগো নিউজ

ডা. ওয়াহিদের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফায়সাল ইকবাল চৌধুরী। তিনি বলেন, ডা. ওয়াহিদ চমেক হাসপাতালের মেধাবী চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Lohagaranews24 Your Trusted News Partner