পথশিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্যাভক ফ্রি ফুড ব্যাংকিং এর উদ্যোগে গত ১৩ আগস্ট পূর্ব ফরিদার পাড়া হারুন বস্তিতে আগুন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার-শিশুদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়েছে। গত ১২ আগস্ট সকাল ১০ঘাটকায় বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৪১টিরও বেশি বাড়িঘর। আগুনে দগ্ধ হয়ে মারা রবিউর ইসলাম নামে একজন প্রতিবন্ধি। বস্তি এলাকার পাশেই স্যাভক ফ্রি স্কুল। যেখানে ১৩০ জনের অধিক সুবিধাবঞ্চিত শিশু পড়াশুনা করে এবং পুড়ে যাওয়া বস্তির ৭০ জন শিশু স্যাভক ফ্রি স্কুলে পড়ে।
খাবার ও কাপড় বিতরণ করার সময় উপস্থিত ছিলেন স্যাভকের উপদেষ্টা ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু রুমেল , স্যাভকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ শাহজাহান আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক শারজির বিন আনোয়ার, টিম লিডার এড. শাকি আক্তার, রিয়াজ মোরশেদ সায়েম, লামিয়া রহমান সহ ভলান্টিয়ারবৃন্দ। আগুন দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধি রবিউলের মা ফাতেমা বেগমের সাথে বিশেষভাবে কথা বলেন আরমান বাবু রুমেল ও মো. শাহজাহান আলী চৌধুরী। তার হাতে নগত অর্থ, কাপড়, চাল ও খাবার তুলে দেন তারা। একই সাথে তাকে সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। -বিজ্ঞপ্তি
