Home | ফটোফিচার | স্বেচ্ছাসেবকের দায়িত্বে ড. নদভী এমপি

স্বেচ্ছাসেবকের দায়িত্বে ড. নদভী এমপি

75366335_2306165776347483_1804868158268375040_n

ঐতিহাসিক ১৯ দিনব্যাপী চুনতী সীরত মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। গত ২৬ নভেম্বর মঙ্গলবার মাহফিলের ১৮তম দিবসে তিনি স্বপ্রণোদিত হয়ে আগত মুসল্লীদের তাবারুক বিতরণ করেন।

এ সময় সাংসদ ড. নদভী এমপি বলেন, আমি চুনতি মাদ্রাসার ছাত্র ছিলাম। ছাত্রজীবনে সীরত মাহফিল চলাকালীন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতাম। এখনো সীরত মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

-ছবি সংগৃহিত ও প্রতিবেদন মোহাম্মদ মারুফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!