_____ওয়ারদাতুল জিনান_____
পৃথিবীটা হঠাৎ দেখি
ঝাপসা এবং কালো,
দৃষ্টি যেন বেজায় ভারী
নেই নয়নে আলো।
চেনা মুখের আদলগুলি
পাল্টে গেল দ্রুত,
স্বার্থ নেশায় মানুষগুলি
ছুটছে অবিরত।

লোভে- মোহে বলতে শুনি
সাদা জিনিস কালো,
পরের ধনের অংকগুলি
কষতে পার ভালো।
পরের টাকায় সুখ কিনতে
বড্ড ভালবাসো,
পরের হাড়ির চাল না গুণে
নিজে কিছু করো।
আপন বলে কাছে টেনে
মারছ বুকে ছুরি,
ছলচাতুরী, মিষ্টি কথায়
ভিজবে চিড়ে বুঝি!
যার জন্যে করি চুরি
সে বলে আজ চোর,
যার উপকার সদা করি
সে করে ধুর-ধুর।
এখন সবাই মুখোশধারী
আসল চেনা দায়,
মুখ- মুখোশের লুকোচুরি
জীবন তিক্ত প্রায়।