নিউজ ডেক্স : স্বর্ণ চোরাচালানের দায়ে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত এ ব্যক্তির নাম মো. শাহাদাত হোসেন (৩৩) বলে জানা গেছে। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘স্বর্ণ চোরাচালানের দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।’
তিনি বলেন, ‘একই রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।’
২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হন মো. শাহাদাত হোসেন।
আদালত সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাচালানের ঘটনায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একই বছরের ২৫ মার্চ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
১১ জু্লাই আদালত আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। -বাংলানিউজ