
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে সাহাব উদ্দিন (৪৪) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজার বিঘা এলাকার মৃত নজির আহমদের পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ভাগিনা সৌদি প্রবাসী তারেক আজিজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মামা দীর্ঘদিন যাবত সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করে আসছেন। ঘটনার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে হঠাৎ অসুস্থবোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এরমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রায় ৬ বছর পূর্বে তিনি দেশে এসেছিলেন।
এদিকে, সাহাব উদ্দিনের মৃত্যুর সংবাদ পরিবারে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Lohagaranews24 Your Trusted News Partner