নিউজ ডেক্স : বিএনপি সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।

রোববার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আদালতে নিয়মিত হাজিরা দিতে দিতে ক্লান্ত খালেদা জিয়া দলের নীতি-নির্ধারকদের পরামর্শ নেবেন। কীভাবে এই সংকট দূর করার যায় তার কৌশল বের করবেন।
পাশাপাশি নতুন নির্বাচন কমিশন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হবে বৈঠকটিতে।