নিউজ ডেক্স : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কুমারী বড়টিলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকছড়ির কুমারী এলাকার বড়টিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান হোসেন (১১) বড়টিলা এলাকার শাহ আলমের ছেলে ও স্থানীয় আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যায় ইমরান। এসময় পরিত্যাক্ত শৌচাগারের স্ল্যাব ভেঙ্গে নিচে পড়ে যায় সে। বিষয়টি টের পেয়ে তার মামা আল-আমিন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা যায়।’