ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন : সিইসি

তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন : সিইসি

image-91010

নিউজ ডেক্স : সার্বিকভাবে তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার একে এম নুরুল হুদা। তিন সিটির নির্বাচনে তিনি সন্তুষ্ট। তবে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া কিছু ঘটনা নির্বাচন কমিশন প্রত্যাশা করেনি বলে জানান তিনি।

সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, গোলযোগের কারণে বরিশালে একটি এবং সিলেটে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া বরিশালে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। রাজশাহীতে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘রাজশাহীতে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটে ১৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র দুইটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, বাকি সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। বরিশালে সকালের দিকে বিচ্ছিন্ন ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। পরবর্তী সময়ে ১৫টি কেন্দ্রের ফলাফল করা হয়েছে।’

রাজশাহীতে বিএনপি প্রার্থীর ভোট না দেয়া সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোট দেয়া এবং না দেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে সরকার বা নির্বাচন কমিশন চাপ দিতে পারে না।’

স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ভোট পুনরায় নেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বরিশালের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুনরায় ভোটগ্রহণ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং পুনরায় ভোটগ্রহণ করা হবে না।

বরিশালে একজন নারী মেয়র প্রার্থী লাঞ্ছিত হয়েছেন এ ব্যাপারে প্রশ্ন করলে সিইসি বলেন, ‘নারী লাঞ্ছনার ব্যাপারটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। ইচ্ছে করলে নারী প্রার্থী মামলাও করতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!