এলনিউজ২৪ডটকম : উপজেলার চুনতি সূফিনগর যুব ঐক্য’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ ৩০ জুন বিকেল ৪টায় অনুষ্টিত হবে।
সুফিনগর কুতুবিয়া আমিন উল্লাহ এবতেদায়ী মাদ্রাসা মাঠে অায়োজিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে সুফিনগর মোহামেডান বনাম সুফিনগর আবোহানী একাদশ।
অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় সবাইকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার অাহবান জানিয়েছেন টূর্ণামেন্ট আয়োজক কমিটির নুরুল ইসলাম তাজু।