Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | সুজুকি লোহাগাড়ায় নিয়ে এল দ্রুততম ২৫০ সিসি বাইক

সুজুকি লোহাগাড়ায় নিয়ে এল দ্রুততম ২৫০ সিসি বাইক

সুজুকি বাংলাদেশ বাইকপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ নিয়ে আসছে। মার্কেটে তারা তাদের দুটি নতুন বাইক সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ লঞ্চ করেছে। বাইক দুটি মটোজিপি-অনুপ্রাণিত ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে, যা উচ্চ পারফরম্যান্স এবং আধুনিক ফিচারগুলোকে একত্রিত করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার সুজুকির শো-রুম বাইক ভ্যালীতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাইকগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সুজুকির শো-রুম বাইক ভ্যালীর স্বত্বাধিকারী মো. তৈয়বসহ শো-রুমের কর্মকর্তা-কর্মচারী ও বাইক প্রেমীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জিক্সার ২৫০ সিরিজ মটোজিপি ডিএনএ এবং উন্নত ইঞ্জিনের সমন্বয়ে তৈরি। এটি ২৫০ সিসি সেগমেন্টে বাইকের পারফরম্যান্স এবং আরামের নতুন মানদ- তৈরি করেছে। বাইকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা রাইডারদের জন্য গতি, শক্তি এবং নিয়ন্ত্রণের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে। সুজুকি বাংলাদেশ উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যা বাইকের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।

সুজুকির শো-রুম বাইক ভ্যালীর স্বত্বাধিকারী মো. তৈয়বসহ জানান, জিক্সার ২৫০ সিরিজ দেশের বাইকপ্রেমীদের জন্য গতির রোমাঞ্চ ও নিরাপত্তার চমৎকার এক অভিজ্ঞতা এনে দেবে বলে আশা প্রকাশ করেন সুজুকি কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!