সুজুকি বাংলাদেশ বাইকপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ নিয়ে আসছে। মার্কেটে তারা তাদের দুটি নতুন বাইক সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ লঞ্চ করেছে। বাইক দুটি মটোজিপি-অনুপ্রাণিত ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে, যা উচ্চ পারফরম্যান্স এবং আধুনিক ফিচারগুলোকে একত্রিত করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার সুজুকির শো-রুম বাইক ভ্যালীতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাইকগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সুজুকির শো-রুম বাইক ভ্যালীর স্বত্বাধিকারী মো. তৈয়বসহ শো-রুমের কর্মকর্তা-কর্মচারী ও বাইক প্রেমীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জিক্সার ২৫০ সিরিজ মটোজিপি ডিএনএ এবং উন্নত ইঞ্জিনের সমন্বয়ে তৈরি। এটি ২৫০ সিসি সেগমেন্টে বাইকের পারফরম্যান্স এবং আরামের নতুন মানদ- তৈরি করেছে। বাইকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা রাইডারদের জন্য গতি, শক্তি এবং নিয়ন্ত্রণের নিখুঁত সমন্বয় নিশ্চিত করে। সুজুকি বাংলাদেশ উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যা বাইকের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।
সুজুকির শো-রুম বাইক ভ্যালীর স্বত্বাধিকারী মো. তৈয়বসহ জানান, জিক্সার ২৫০ সিরিজ দেশের বাইকপ্রেমীদের জন্য গতির রোমাঞ্চ ও নিরাপত্তার চমৎকার এক অভিজ্ঞতা এনে দেবে বলে আশা প্রকাশ করেন সুজুকি কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি