লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী ইয়ং সোসাইটির উদ্যোগে ৮০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকার মো. বদরুদ্দোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
সোসাইটির সেক্রেটারি মো. নুরুল আলম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সোসাইটির সাবেক সভাপতি মাস্টার সৈয়দ ওয়াহিদুর রহমান, সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক শহিদ, সদস্য যথাক্রমে মাস্টার মনির হোসেন, সাহাব উদ্দিন, সাজ্জাদ হোসেন, সৈয়দ ফরহাদ, সালাহউদ্দিন কাদের, মো. আতিক, আমজাদ হোসেন, সোহেল আজাদ, মো. রাকিব, শাহাদত হোসেন, ওয়াহিদ, মিশকাত, আদিল, হাঃ মাসুম, রাকিব, আবু সাইদ, কাইছার হামিদ ও আমজাদ প্রমুখ।
এছাড়া লকডাউনের কারণে নিজ কর্মস্থল ত্যাগ করতে না পারায় বর্তমান সভাপতি মো. মিজানুল হক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি মুঠোফোনে ইফতার সামগ্রী বিতণের সার্বিক তদারকি করেছেন। যারা এই মহৎ কাজে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি