এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়েছেন। তিনি জানান, গত ১৬ জুলাই রাতে কলাউজান এলাকা থেকে ছাত্রীটি নিখোঁজ হয়।
প্রধান শিক্ষক আরো জানিয়েছেন, নিখোঁজ ছাত্রীটিকে বিভিন্ন এলাকায় খোঁজ করে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ১৯ জুলাই রাতে অভিভাবকরা থানায় লিখিতভাবে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন। তবে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই ফখরুল ইসলাম জানিয়েছেন, এ সংক্রান্ত থানায় কোন অভিযোগ কেউ দায়ের করেননি। অভিযোগ ফেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।