নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ও বাঁশবাড়িয়ার মধ্যবর্তী এলাকার বিজি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে কুমিরার ২টি, সীতাকুণ্ডের ১টি, আগ্রাবাদের ৪টি, বন্দরের ১টি, বায়েজিদ স্টেশনের ১টি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পর পর ওই পোশাক কারখানার আশপাশে থানা পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক শিল্পপুলিশও মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।