ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

নিউজ ডেক্স : সীতাকুণ্ডের কেশবপুর এলাকার বিএম কন্টেনার ডিপোতে গত শনিবার(৪ জুন) রাতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। তবে এই আটজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার রাতে বিএম কন্টেনার ডিপোতে রাত সোয়া ৯টার দিকে একটি কনটেনারে আগুনের সূত্রপাত। তার দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারের ৯ জনসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!