নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে সাতকানিয়া থানার উপপরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, উপপরিদর্শক দীপন চন্দ্র সরকার, সহকারী উপপরিদর্শক মানিক শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ইছামতি আলীনগর এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. আবু ছালেহ (৫২) ও দক্ষিণ ঢেমশার হাজি নজির আহমদের ছেলে মো. সাহেদ (৪২)কে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জানান, দুই জনই দায়রা মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।