নিউজ ডেক্স : সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে বখাটে যুবক। এ ঘটনায় সাজ্জাত হোসেন (২২) নামে ওই বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে এবং মঙ্গলবার রাতে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে।
জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে পুরানগড় ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা রাজা মিয়ার বখাটে পুত্র সাজ্জাত হোসেন প্রতিবেশী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতের বেলা পার্শ্ববর্তী লম্বাতলী পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভোরের দিকে তাকে বাড়ি দিয়ে যায়। কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি জানার পর ধর্ষক সাজ্জাতকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সাজ্জাত এবং তার অভিভাবকরা এ প্রস্তাব মেনে নেয়নি।
পরে মঙ্গলবার রাতে ধর্ষিতা কিশোরীর খালা রুবি আকতার বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন অভিযান চালিয়ে পুরানগড় এলাকা থেকে ধর্ষক সাজ্জাত হোসেনকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন জানান, গ্রেপ্তার ধর্ষক সাজ্জাতকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।