
নিউজ ডেক্স : সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার কেরানীহাট মনির টাওয়ারে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত রিপন জয় তঞ্চঙ্গ্যা (২৮) বান্দরবান সদর উপজেলার মেঘলা ডলুঝিরি এলাকার বলরাম তঞ্চঙ্গ্যার ছেলে।

জানা যায়, একদিন আগে কেরানীহাটে এপ্যাল রেস্টুরেন্টে যোগদান করে। ঘটনারদিন সকালে ঘুম থেকে উঠে বাসার ছাঁদে হেঁটে হেঁটে দাঁত ব্রাশ করতে করতে মুঠোফোনে স্ত্রীর সাথে কথা বলছিল। এ সময় দেয়াল ঘেঁষে পাশের ভবনে যাওয়ার চেষ্টা করলে পিডিবির ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কভারবিহীন তারে জড়িয়ে প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর।
নিহতের ছোট ভাই রসেদ কুমার তঞ্চঙ্গ্যা জানান, একদিন আগেই হোটেলে ওয়েটার হিসাবে যোগদান করেছে তার বড় ভাই। মোবাইলে কথা বলতে গিয়ে মনির টাওয়ারের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে কেরানীহাট শপিং সেন্টারের ছাঁদে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner