নিউজ ডেক্স : সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে জাগির হোসেন (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের গোদারছড়ি মুখ পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনুর বাপের পাড়ার মৃত রহিম বক্সুর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন স্থানীয় জাগির হোসের ও মোস্তাক আহমদ গৃহপালিত গরু চড়াতে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে যান। এ সময় ৭/৮টি বন্যহাতির একটি দল তাদের সামনে চলে আসে। ঘটনাস্থল থেকে মোস্তাক আহমদ পালিয়ে আসতে সক্ষম হলেও জাগির হোসেন ফিরে আসতে পারেনি। বন্যহাতি প্রথমে পা দিয়ে চাপা দেয় ও পরে শুর দিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
মার্দাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী হাতির আক্রমণে জাগির হোসেন নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।