Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

নিউজ ডেক্স : সাতকানিয়ায় হাসমত আলীর দোকান এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল গফুর উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজলনগর এলাকার মোজাফফর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আবু তাহের জানান, আব্দুল গফুর ভোরে উপজেলার কেওচিয়া ইউনিয়নের তেমুহনি এলাকার নয়া খালের মুখে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। হাসমতের দোকানের সামনে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এরমধ্যেই হঠাৎ চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!