নিউজ ডেক্স : সাতকানিয়ায় স্বামীর সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। তাঁর নাম সেলিনা আকতার (২৮)। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকার নুরুল আমিনের পুত্র ওমান প্রবাসী জিয়াউর রহমানের সাথে বিগত ১২ বছর আগে উপজেলার আমিলাইষ এলাকার নুরুল ইসলামের মেয়ে সেলিনা আকতারের বিয়ে হয়। তাদের ঘরে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বিগত কয়েক মাস আগে থেকে সেলিনার স্বামীর সাথে তার সাংসারিক বিষয়ে মনোমালিন্য দেখা দেয়। ফলে দুই জনের মধ্যে ফোনে প্রায় সময় ঝগড়া হতো। ঘটনার দিন রাতেও ফোনে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এর ফলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ার পর সেলিনা নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে ছেলে মেয়েরা ঘুম থেকে জেগে উঠার পর মাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীকে জানায়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সাতকানিয়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।