
নিউজ ডেক্স : সাতকানিয়ায় নির্বাচনের পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিশুতলা রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তার নাম মো. তারেক (১৭)। সে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকার মো. বাবুলের ছেলে।
জানা গেছে, ছদাহা ইউনিয়নে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মো. তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়ার একটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ওসি আব্দুল জলিল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। -বাংলানিউজ