নিউজ ডেক্স : সাতকানিয়ায় নিখোঁজের পাঁচ ঘন্টা পর গোয়াল ঘরে মিলল আসিফুর রহমান আব্রাহাম (৩) নামের এক শিশুর লাশ। গত রোববার রাত ৭টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বইছ্যার বাড়ি এলাকায় এ শিশুর লাশ পাওয়া যায়। নিহত শিশু ওই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফোরকানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর ২টার দিকে শিশু আব্রাহাম বাড়িতে খেলা করতে দেখেছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে মা চারদিকে খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে এলাকবাসীর পরামর্শে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু বাঁধতে গেলেও সেখানে কিছু দেখতে পাননি বলে নিহতের মা জানান। এক পর্যায়ে রাতে গোয়াল ঘরে শিশু আব্রাহামকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জিনের আছর হয়েছে ভেবে প্রথমে মাওলানার কাছে ঝাড়ফুক করান। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কিভাবে শিশুটি মারা গেল কিংবা কেউ তাকে হত্যা করেছে কিনা এ বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি।
নিহতের পরিবারের লোকজন জানান, এলাকার কারো সাথে তাদেও মনোমালিন্য কিংবা শত্রুতা নেই। তবে স্থানীয়রা বলছেন, শিশুটির উপর জীনের আছর হয়েছে, ফলে জীন তাকে হত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য মো. নবী হোসেন মুন্সি শিশু আসিফুর রহমান আব্রাহাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।