নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ উপজেলার পশ্চিম বাজালিয়া প্রসন্নগুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি পিকআপে তল্লাশী চালিয়ে ১২০ লিটার চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৫ এপ্রিল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া খন্দকার পাড়ার হাবিবুর রহমানের পুত্র আবুল কাশেম (২৫), সাতকানিয়া উপজেলার বাজালিয়া চেয়ারম্যান পাড়ার শামসুল ইসলাম প্রকাশ শামসুর পুত্র মাহাবুব ইসলাম (২২) ও ছদাহা দক্ষিণ হাঙ্গর রাজঘাটার সিরাজুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম সায়েম (১৯)।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানার এসআই মোঃ ইয়ামিন সুমন। থানা সূত্রে জানা যায়, পার্বত্য বান্দরবান এলাকা থেকে চোলাইমদগুলো সাতকানিয়া- লোহাগাড়ায় পাচারের জন্য নিয়ে আসছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ ফারুক (৩৫) নামে অপর এক আসামী কৌশলে পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।