নিউজ ডেক্স : সাতকানিয়ায় একাধিক মামলার আসামী জামায়াত নেতা মো. কামাল উদ্দিন প্রকাশ হাসান মৌলভীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে সাতকানিয়ার ছদাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানা সূত্র জানায়, সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসমাইলের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার মো. কামাল উদ্দিন সাতকানিয়ার আফজলনগরের আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার সন্তান।
পুলিশ জানায়, ২০১৩ ও ২০১৪ সালে তার নেতৃত্বে সাতকানিয়া এলাকায় তান্ডব চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।