Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ার এওচিয়া ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন

সাতকানিয়ার এওচিয়া ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন

bg-1

নিউজ ডেক্স : সাতকানিয়ার ৬ নম্বর এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, আর এফ বিল্ডার্সের পরিচালক দেলোয়ার হোসেন, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ, রুমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক প্রমুখ।

এর আগে গত বছরের চার জুন ইউপি নির্বাচন চলাকালে এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর পণ্ডিতবাড়ি হাইস্কুল কেন্দ্রে নির্বাচন চলাকালে গোলাগুলি ও কেন্দ্র দখলকে কেন্দ্র করে এই ইউপিতে নির্বাচন স্থগিত করে রিটার্নিং অফিসার।এর প্রায় ১ বছর পর গত ২৩ মে পূনঃরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামিক মানিক ১ হাজার ৭৫১ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

-সিটিজি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!