নিউজ ডেক্স : সাতকানিয়ায় হত্যা মামলার এক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। তার নাম মো. লোকমান (২৫)। ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া আমিন পাড়ার মহুরীপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লোকমান লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বদলাপাড়ার নুর মোহাম্মদের পুত্র।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গত ৯ জানুয়ারি লোহাগাড়ার পদুয়ার শাহার পাড়ার গোলাম মোহাম্মদ প্রকাশ মো. মিয়ার পুত্র মো. শওকত হোসেন সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ কেঁওচিয়ার খোন্দকার খীল এলাকার মো. ইউসুফের বসতঘরে প্রবেশ করে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে এলাকার লোকজনকে নিয়ে তাকে আটক করা হয়।

তখন শওকত মোবাইল ফোনে লোকমানসহ ৪-৫ জন বন্ধুকে ডেকে আনে। এরপর তারা ইউসুফকে মারধর করে হত্যা করে চলে যায়। ঘটনার পর থেকে আসামী লোকমান পলাতক ছিল। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭ ও র্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া আমিন পাড়ার মহুরী পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার আসামী লোকমানকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।