নিউজ ডেস্ক: সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক দোকান কর্মচারী নিহত হয়েছে। তার নাম আবু সৈয়দ (৩২) বলে জানা গেছে।
আজ রবিবার (৮ জানুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার সতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ কক্সবাজারের রামুর গর্জনিয়া মাঝির পাড়ার মো. ইউনুসের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে আবু সৈয়দ দোকানের বিক্রিত লোহা ট্রলিতে তুলে দিচ্ছিলেন। এসময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আবু সৈয়দ গুরুত্বর আহত হন। তখন উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, অটোরিকশার ধাক্কায় নিহত আবু সৈয়দের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বেলাল উদ্দিন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। -আজাদী অনলাইন