ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | সাংবাদিক হেনস্তার অভিযোগে চবি ছাত্রলীগ কর্মী তিন মাসের জন্য বহিষ্কার

সাংবাদিক হেনস্তার অভিযোগে চবি ছাত্রলীগ কর্মী তিন মাসের জন্য বহিষ্কার

জুনায়েদ হোসেন জয়

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তার অভিযোগে ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়কে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বহিষ্কার আদেশ ইস্যু করা হয় বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভার রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের আদেশ ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। – বাংলানিউজ

এর আগে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি জোবায়ের চৌধুরীকে হেনস্তার অভিযোগ ওঠে ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়ের বিরুদ্ধে।

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ১২ ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্তকে শোকজ করা হয়।

এছাড়া ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে ১৩ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগ থেকে জুনায়েদ হোসেন জয়কে সাময়িক বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!