নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে সুরাইয়া সাম্মা রাখী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বানিয়াখোলা এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আলী হায়দার চৌধুরীর কন্যা এবং তিন চৌদিয়া ডিঙ্গলনোঙ্গা শিশু নিকেতনের ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, আজ বুধবার দুপুরের দিকে শিশুটি তার সহপাঠীদের সাথে খেলছিল। এক পর্যায়ে বাড়ির কাছাকাছি একটি পুকুরে সে খেলতে গিয়ে তলিয়ে যায়। এদিকে, তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। সে পরিবারের ৩ কন্যা সন্তানের মধ্যে সবার ছোট। এক বছর আগে তার পিতাও মারা গিয়েছিল।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। আজাদী অনলাইন