ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : সু চি

সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : সু চি

suu-kyi-20170907180806

নিউজ ডেক্স : সহিংসতায় জর্জরিত রাখাইন রাজ্যের প্রত্যেক নাগরিকের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ কাজ করছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের ভারতীয় টেলিভিশন পার্টনার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেয়া এক সাক্ষাৎকারে সু চি এ মন্তব্য করেন।

রাখাইনে সহিংসতা শুরুর পর প্রতিদিন গড়ে ১৮ হাজার করে মোট এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। বিতাড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে কোনো কিছুই বলেননি সু চি; যার শুরু হয়েছিল গত ২৫ আগস্ট বিদ্রোহীদের হামলা ও সেনাবাহিনীর পাল্টা অভিযানের পর। তবে সু চি বলেছেন, সব নাগরিকের সেবায় তার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।

রোহিঙ্গা সঙ্কটের ব্যাপারে সু চির নীরবতার সমালোচনা করছেন পশ্চিমারা। প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম দেশটিতে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার এই রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি অভিবাসী মনে করে।

গণতন্ত্রের চ্যাম্পিয়ন কন্যা সু চির শান্তির নোবেল পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন অনেকে। এএনআইকে দেয়া সাক্ষাৎকারে সু চি বলেন, আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে হবে। যারা আমাদের দেশে রয়েছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে।

অবশ্যই আমাদের সম্পদ সম্পূর্ণ এবং পর্যাপ্ত নয়। কিন্তু এখনো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা নিশ্চিত করতে চাই যে, প্রত্যেকেই আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী। ইয়াঙ্গুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় তিনি এসব কথা বলেন।

সূত্র : এএনআই, রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!