এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বিগত সাড়ে ৩ বছরে সাতকানিয়া লোহাগাড়ায় যে উন্নয়ন হয়েছে বিগত ৪ দশকেও তা হয়নি। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করতে না পারে তার জন্য দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি চলমান উন্নয়ন প্রকল্প সমূহ অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করে বলেন, দূর্নীতি, অনিয়ম ও দীর্ঘ সূত্রিতায় গ্যাড়াকলে ফেলে সরকারকে বেকায়দায় ফেলার কোন ষড়যন্ত্র ও অনিয়ম সহ্য করা হবেনা। তিনি জনগণের জান মালের নিরাপত্তা বিঘœ হতে পারে এমন যেকোন প্রকার কর্মকান্ডের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন।
আজ ১৩ জুলাই ২০১৭ইং বৃহষ্পতিবার বেলা ১২ টায় সাতকানিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুরদানা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ রফিকুল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, সাংবাদিক সৈয়দ মাহফুজুন্নবী খোকন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমতিয়াজ, মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া ইউনিয়ন চেয়ারম্যান নেজাম উদ্দিন, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্ত, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম, আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচএম হানিফ, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান, নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তসলিমা আফছার, কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম, খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোছাইন, কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক রাজিব দাস প্রমুখ।
সাংসদ ড. নদভী’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।